|
ad728
ad728

মুকুল দেবের অকাল প্রয়াণে বলিউডে শোকের ছায়া

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 24-05-2025 ইং
  • 298 বার পঠিত
মুকুল দেবের অকাল প্রয়াণে বলিউডে শোকের ছায়া
ছবির ক্যাপশন: মুকুল দেব ফাইল ছবি

মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হলেন বলিউড অভিনেতা মুকুল দেব। তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড অঙ্গনে। অভিনেতা মনোজ বাজপেয়ী প্রথম মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন, যদিও তিনি মৃত্যুর সঠিক কারণ জানাননি।

এরপর মুকুলের ভাই, অভিনেতা রাহুল দেব একটি বিবৃতিতে জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মুকুল, তবে গত ৮-১০ দিন ধরে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। নয়াদিল্লির একটি হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি।

রাহুল দেব তাঁর সমাজমাধ্যমে জানান, “গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন।” মুকুলের শেষকৃত্যের আয়োজনও সেখানেই সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, মুকুল তাঁর কন্যা সিয়া দেবের সঙ্গে বসবাস করতেন।

মুকুল দেবের মৃত্যুতে বলিউড হারাল এক প্রতিভাবান অভিনেতাকে, যাঁর অভিনয় বরাবরই দর্শকদের মনে রেখাপাত করেছে। তাঁর আত্মার শান্তি কামনায় বলিউডের নানা মহল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর