|
ad728
ad728

বিয়ের প্রস্তাব প্রত্যাখান: নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার বাবাকে মামলায় ফাঁসানোর অভিযোগ

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 12-05-2025 ইং
  • 20211 বার পঠিত
বিয়ের প্রস্তাব প্রত্যাখান: নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার বাবাকে মামলায় ফাঁসানোর অভিযোগ
ছবির ক্যাপশন: মামলার বাদী নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কমিটির সাবেক যুগ্ম আহবায়ক মো. আশিকুর রহমান

কালের কন্ঠস্বর প্রতিবেদন || জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় || ১২ মে ২০২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ছাত্রী ও তার বাবার বিরুদ্ধে মামলা হয়েছে, যা ঘিরে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। ভুক্তভোগী পরিবারের দাবি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতা মো. আশিকুর রহমান বিয়ের প্রস্তাব প্রত্যাখানকে কেন্দ্র করে তাদেরকে রাজনৈতিক মামলায় ফাঁসিয়েছেন।

ভুক্তভোগী ছাত্রী জানান, ২০২১ সালের শেষ দিকে আশিকুরের সঙ্গে তার পরিচয় হয় এবং কিছুদিন পর আশিকুর পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেন। প্রাথমিকভাবে পরিবার সম্মত হলেও হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। পরে ছাত্রীটির অন্যত্র বিয়ের দিন নির্ধারিত হলে পুনরায় প্রস্তাব দেন আশিকুর, তবে পরিবার রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে মামলা করেন বলে অভিযোগ।

গত ৪ মে ময়মনসিংহ দ্রুত বিচার আদালতে একটি মামলার আবেদন করেন আশিকুর রহমান। আদালত সেটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছে পিবিআইকে। এতে ছাত্রীটিকে জুলাই আন্দোলনের সহিংসতায় জড়িত এবং তার বাবাকে অপর একটি রাজনৈতিক মামলার আসামি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, তারা কখনও কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। বরং রাজনৈতিক পরিচয় জুড়ে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাদের।

অভিযোগ অস্বীকার করে আশিকুর রহমান বলেন, “বিয়ের প্রস্তাব দেওয়া অন্যায় নয়। আন্দোলনে যারা জড়িত, তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমেনা আক্তার পলির অভিযোগ পেয়েছি। তবে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু করণীয় নেই।”

সূত্র: দৈনিক যায়যায় দিন

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর