মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হলেন বলিউড অভিনেতা মুকুল দেব। তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড অঙ্গনে। অভিনেতা মনোজ বাজপেয়ী প্রথম মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন, যদিও তিনি মৃত্যুর সঠিক কারণ জানাননি।
এরপর মুকুলের ভাই, অভিনেতা রাহুল দেব একটি বিবৃতিতে জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মুকুল, তবে গত ৮-১০ দিন ধরে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। নয়াদিল্লির একটি হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি।
রাহুল দেব তাঁর সমাজমাধ্যমে জানান, “গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন।” মুকুলের শেষকৃত্যের আয়োজনও সেখানেই সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, মুকুল তাঁর কন্যা সিয়া দেবের সঙ্গে বসবাস করতেন।
মুকুল দেবের মৃত্যুতে বলিউড হারাল এক প্রতিভাবান অভিনেতাকে, যাঁর অভিনয় বরাবরই দর্শকদের মনে রেখাপাত করেছে। তাঁর আত্মার শান্তি কামনায় বলিউডের নানা মহল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে।
ফজর | ০৩:৪৮ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:১৮ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৪০ সন্ধ্যা |
এশা | ০৮:০৫ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |