কালের কন্ঠস্বর ডেস্ক | ১১ মে ২০২৫, রোববার
সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলটির সকল কার্যক্রম, রাজনৈতিক ও সাংগঠনিক, স্থল ও অনলাইন—উভয় মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি জানান, “আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্র জারির অপেক্ষায় আছি। পরিপত্র পাওয়ার পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আনুষ্ঠানিকভাবে মেটাসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে চিঠি পাঠাবে, যাতে দ্রুত কার্যকরভাবে দলটির অনলাইন উপস্থিতি সরিয়ে ফেলা যায়।”
ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে ভেরিফায়েড একটি পেজ রয়েছে, যার ফলোয়ার সংখ্যা প্রায় ৪০ লাখ। উপদেষ্টা পরিষদের বৈঠকে দলটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণার পরই শনিবার রাতে ওই পেজ থেকে প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেওয়া হয় এবং পরে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়। এরপরও পেজটিতে নিয়মিত পোস্ট করতে দেখা যাচ্ছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা পাওয়ার পর অনলাইন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধে তৎপরতা শুরু করা হবে। পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।
ফজর | ০৩:৪৮ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:১৮ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৪০ সন্ধ্যা |
এশা | ০৮:০৫ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |