কালের কন্ঠস্বর | ময়মনসিংহ | ৩ মে ২০২৫
ময়মনসিংহে সহজ শর্তে ঋণ প্রদানের প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে ৮২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৪। অভিযানে গ্রেফতার হন চক্রের মূলহোতা মোঃ সাজেদুল ইসলাম (৫০) ও তার সহযোগী তাসলিমা আক্তার (৩৫)।
জানা যায়, ফুলবাড়িয়া উপজেলার আছিম হোরবাড়ি গ্রামের বাসিন্দা ও ভুক্তভোগী মোছাঃ ফারহানা খাতুন (২৩) অভিযোগ করেন, তিনি ‘জনশক্তি’ নামক একটি ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের মাঠকর্মী হিসেবে কাজ করতেন। তার মাধ্যমে প্রতারক চক্রটি ফুলবাড়িয়ার বিভিন্ন এলাকার প্রায় ১৪০০ সদস্যের কাছ থেকে কিস্তি আকারে দীর্ঘ এক বছর ধরে (এপ্রিল ২০২৪ থেকে এপ্রিল ২০২৫) প্রায় ৮২ লাখ টাকা সংগ্রহ করে।
ফারহানা জানান, প্রতারকরা নিজেদের প্রতিষ্ঠানটির বড় পদে কর্মরত বলে পরিচয় দিয়ে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সদস্যদের টাকা উত্তোলনের পর প্রতিশ্রুতি মোতাবেক ঋণ প্রদান না করে তারা বারবার সময়ক্ষেপণ করতে থাকে এবং একপর্যায়ে আত্মগোপন করে।
পরবর্তীতে ভুক্তভোগী ফারহানা খাতুন র্যাব-১৪, ময়মনসিংহ কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে র্যাব-১৪ এর অধিনায়ক এর নির্দেশে সিপিএসসি-র্যাব-১৪ এর একটি দল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম (পিপিএম-সেবা) এর নেতৃত্বে, গত ২ মে রাত ১১টায় ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় অভিযান চালায়। এ সময় চক্রের মূলহোতা সাজেদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ঈশ্বরগঞ্জ এলাকা থেকে আরেক সদস্য তাসলিমা আক্তার ওরফে তাহমিনাকেও আটক করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
ফজর | ০৩:৪৮ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:১৮ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৪০ সন্ধ্যা |
এশা | ০৮:০৫ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |