|
ad728
ad728

রংপুরে ১৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 30-04-2025 ইং
  • 33310 বার পঠিত
রংপুরে ১৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

রংপুর, ৩০ এপ্রিল ২০২৫:
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতরাতে কোতোয়ালী থানার রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ১৪ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৩০ এপ্রিল) রাত ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল-১ নাইট ডিউটির সময় কোতোয়ালী থানার এসআই মোঃ কারিবেল হাসান ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় অভিনব কৌশলে মাদক বিক্রির প্রস্তুতিকালে মোঃ রাসেল (২০) নামের এক যুবককে আটক করা হয়।

গ্রেফতারকৃত রাসেলের বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া থানার খলিফার বাজার চৌদ্দ মাথা এলাকায়। তার বাবার নাম মোঃ লাবলু ও মায়ের নাম মোছাঃ মহছেনা।

তল্লাশির সময় রাসেলের সঙ্গে থাকা একটি অফিস ব্যাগ থেকে ১৪ বোতল ফেনসিডিল (মোট ১৪০০ মিলি লিটার), যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬,৮০০ টাকা, উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, মাদক ও অপরাধমুক্ত নগরী গড়তে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর