ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার ময়মনসিংহে মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম জানিয়েছেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের সভাকক্ষে সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সভায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী প্রস্তুতি ও চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে মতবিনিময় করবেন।
এই সভা দেশের আসন্ন নির্বাচনকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনের চলমান প্রচেষ্টারই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফজর | ০৩:৪৮ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:১৮ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৪০ সন্ধ্যা |
এশা | ০৮:০৫ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |