নিজস্ব প্রতিবেদক, কালের কন্ঠস্বর || ২২ মে ২০২৫
বিচারব্যবস্থায় রাজনৈতিক প্রভাব ও বৈষম্যের অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
একটি ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, টাকার প্রভাব ও রাজনৈতিক দলের সুপারিশে হত্যা মামলার আসামিরা জামিন পাচ্ছেন, অথচ নিরপরাধ ও মজলুম আলেমরা বছরের পর বছর কারাগারে বন্দি থাকছেন।
শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর প্রসঙ্গে সারজিস আলম বলেন, “মিথ্যা মামলায় এখনো অনেক আলেমকে বছরের পর বছর আদালতের চক্কর কাটতে হয়, অনেকে এখনো কারাগারে। অথচ সাম্প্রতিক সময়ে বিএনপির সময়কার অপরাধে অভিযুক্ত এমন অনেক দাগী আসামি জামিন পাচ্ছেন—কার সুপারিশে, কোন আইনজীবী ও বিচারকের মদদে এসব হচ্ছে?”
তিনি আরো বলেন, “প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, অথচ নয় মাস পেরিয়ে গেলেও একটি হত্যাকাণ্ডেরও বিচার সম্পন্ন হয়নি।”
সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল–এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সারজিস আলম। তিনি বলেন, “এই অবস্থায় ড. আসিফ নজরুল দায় এড়াতে পারেন কি না, তা জাতির সামনে বড় প্রশ্ন। তাহলে কি এখন তার পদত্যাগ দাবি করা উচিত নয়?”
সারজিস আলমের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনার ঝড় তুলেছে। তবে সরকার বা সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফজর | ০৩:৪৮ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:১৮ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৪০ সন্ধ্যা |
এশা | ০৮:০৫ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |