ত্রিশাল (ময়মনসিংহ), ১৩ মে:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জয়ন্তী পালনের জোর দাবী জানিয়েছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। সংগঠনের সভাপতি ইমতিযাজ আহমেদ ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, কবির কৈশোরকালীন স্মৃতিবিজড়িত স্থান ত্রিশালকে উপেক্ষা করা নজরুল স্মৃতির প্রতি অবমাননার সামিল।
তাঁরা জানান, ১৯১৪ সালের জুন মাসে আসানসোল থেকে দারোগা রফিক উল্লাহর সঙ্গে নজরুল ত্রিশালে আসেন এবং ১৯১৫ সালের ডিসেম্বর পর্যন্ত এখানেই অবস্থান করেন। ওই সময় তিনি দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। ত্রিশালের পথে-প্রান্তরে ঘুরে বেড়িয়ে নজরুল পূর্ববঙ্গের মানুষ ও সংস্কৃতিকে প্রথমবারের মতো কাছ থেকে চিনেছিলেন।
নেতৃবৃন্দ আরো বলেন, ত্রিশালে স্থাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং ১৯৯০ সাল থেকে দরিরামপুর নজরুল একাডেমি মাঠে রাষ্ট্রীয়ভাবে নজরুল জয়ন্তী উদযাপনের সূচনা হয়। যদিও বিভিন্ন বছরে ত্রিশালে জাতীয়ভাবে উৎসবটি পালন করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে তা ধারাবাহিকভাবে হচ্ছে না, যা ময়মনসিংহবাসীর ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তারা মনে করেন, এই অবহেলার ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে ১২৬তম জন্মবার্ষিকীতে ত্রিশালে রাষ্ট্রীয়ভাবে নজরুল জয়ন্তী উদযাপন করা উচিত, যা হবে নজরুলের প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ফজর | ০৩:৪৮ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:১৮ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৪০ সন্ধ্যা |
এশা | ০৮:০৫ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |