ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তাঁর শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা থাকলো না।
বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
ইশরাক হোসেনের আইনজীবী অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে জানান, “এই রায়ের ফলে ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো বাধা নেই। যদি শপথ না পড়ানো হয়, তবে সেটা আদালত অবমাননার শামিল হবে।”
এর আগে, গত ১৪ মে একটি রিট আবেদনের মাধ্যমে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়। রিটের শুনানি শেষ হয় বুধবার, দ্বিতীয় দিনের শুনানির পর বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। পরবর্তীতে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল গত ২৭ মার্চ ডিএসসিসির মেয়র নির্বাচনে ফল বাতিল করে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন।
ইসির পক্ষ থেকে ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করা হয়। একই দিনে গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দুই ব্যক্তি লিগ্যাল নোটিশ পাঠিয়ে শপথ না নিতে অনুরোধ করেন।
হাইকোর্টের এই রায়ের পর এখন শুধুই আনুষ্ঠানিকতা বাকি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে ইশরাক হোসেন খুব শিগগিরই মেয়র হিসেবে শপথ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ফজর | ০৩:৪৮ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:১৮ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৪০ সন্ধ্যা |
এশা | ০৮:০৫ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |