১১ মে ২০২৫ খ্রিষ্টাব্দ, ময়মনসিংহ:
র্যাব-১৪, ময়মনসিংহ এর অধীনস্থ সিপিএসসি কোম্পানির একটি চৌকস আভিযানিক দল বিশেষ তথ্যের ভিত্তিতে আজ সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে।
অভিযানে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় দায়েরকৃত মামলা নং-১৪, তারিখ-৩০/০৮/২০২৪, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫(৩)/২৫-ডি এবং দণ্ডবিধি ১৪৩/৪৪৭/৪৪৮/৫০০/৪৩৫/৪২৭ অনুযায়ী এজাহারনামীয় ৭ নম্বর আসামী হোসেন আলী হুসী (৫৭), পিতা-মৃত আহম্মদ আলী, সাং-কেসবপুর, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ—কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
ফজর | ০৩:৪৮ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:১৮ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৪০ সন্ধ্যা |
এশা | ০৮:০৫ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |