|
ad728
ad728

খুলনায় দৈনিক দেশ সংযোগ পত্রিকার অফিসে অগ্নিসংযোগ: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ উল্লেখ করে সংবাদের জেরে উত্তেজনা

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 08-05-2025 ইং
  • 24974 বার পঠিত
খুলনায় দৈনিক দেশ সংযোগ পত্রিকার অফিসে অগ্নিসংযোগ: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ উল্লেখ করে সংবাদের জেরে উত্তেজনা
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনায় উত্তেজিত জনতা স্থানীয় দৈনিক দেশ সংযোগ পত্রিকার কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি বলেন, “সংবাদটি ভুলক্রমে প্রকাশিত হয়েছে এবং আমরা তা প্রত্যাহার করেছি। এছাড়া সংশ্লিষ্ট শিফট ইনচার্জকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মাগরিবের নামাজের কিছু পর ৩০-৪০ জনের একটি দল হঠাৎ করে পত্রিকা অফিসে হামলা চালায়। তারা অফিসের শাটারের তালা ভেঙে কম্পিউটার, টেবিল-চেয়ারসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে এনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে স্থানীয় বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকেরা ঘটনাস্থলে পৌঁছান। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কোতোয়ালি থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় আওয়ামী লীগ নেতা কাজী এনায়েতের মৃত্যু সংবাদে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শোক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং খুলনার সাবেক সংসদ সদস্যদের বর্তমান হিসেবে উল্লেখ করা হয়। এই সংবাদ ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ ও বিতর্ক সৃষ্টি হয়।

সম্পাদক সোহাগ বলেন, “অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এই একটি ভুলের কারণে আমার পুরো জীবনের কাজ ধ্বংস হয়ে গেল।”

সূত্র: দৈনিক ইত্তেফাক, প্রকাশিত তারিখ: ৮ মে ২০২৫

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর