|
ad728
ad728

ঢাকার খাল-লেক রক্ষায় স্বেচ্ছাসেবক নিয়োগ: সবুজায়ন ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ডিএনসিসির উদ্যোগ

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 05-05-2025 ইং
  • 28953 বার পঠিত
ঢাকার খাল-লেক রক্ষায় স্বেচ্ছাসেবক নিয়োগ: সবুজায়ন ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ডিএনসিসির উদ্যোগ
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ঢাকা শহরের ৩৩টি খাল ও লেক রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এক নতুন উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গুলশানে নগরভবনে আয়োজিত এক সভায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, খাল ও লেকগুলো দখল ও দূষণমুক্ত রাখতে এবং দুই পাড়ে গাছ লাগিয়ে সবুজায়ন ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করা হয়েছে।

প্রশাসক বলেন, “এই শহরের খালগুলো এক সময় প্রবাহমান ও জীবনের অংশ ছিল। কিন্তু দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে সেগুলো আজ অস্তিত্ব সংকটে। আমরা চাচ্ছি, নগরবাসীকে সম্পৃক্ত করে খালগুলোর প্রাণ ফিরিয়ে আনতে।”

সভায় জানানো হয়, প্রতিটি খালের দু’পাড়ে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, এবং জীববৈচিত্র্য রক্ষার ব্যবস্থা নেওয়া হবে। এ উদ্যোগে বিশেষভাবে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কাজ পরিচালনা করা হবে, যারা স্থানীয় জনগণকে সচেতন করতেও ভূমিকা রাখবেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নগরের জলাবদ্ধতা হ্রাস, বায়ু দূষণ কমানো এবং নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে।

ডিএনসিসি’র প্রশাসক আরও বলেন, “আমরা কেবল সরকারি বা করপোরেশনের উদ্যোগে সীমাবদ্ধ থাকতে চাই না। নাগরিকদের অংশগ্রহণ ছাড়া এই কাজ সফল হবে না।”

পরিবেশবিদ, নগর পরিকল্পনাবিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন এবং এ ধরনের জনসম্পৃক্ত পরিবেশ উদ্যোগকে স্বাগত জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর