|
ad728
ad728

হাইকোর্ট নিয়ে মন্তব্য: এনসিপি নেতা সারজিস আলমকে লিগ্যাল নোটিশ

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 24-05-2025 ইং
  • 107 বার পঠিত
হাইকোর্ট নিয়ে মন্তব্য: এনসিপি নেতা সারজিস আলমকে লিগ্যাল নোটিশ
ছবির ক্যাপশন: সারজিস আলম

হাইকোর্ট সম্পর্কে ‘বিরূপ মন্তব্য’ করায় এনসিপি নেতা সারজিস আলমকে লিখিতভাবে ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিতভাবে এবং সংবাদ সম্মেলন করে দুই ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২২ মে হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন। এরপর ফেসবুকে সারজিস আলম লেখেন, “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?” — যা সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি করে।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এই মন্তব্য আদালতের মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং এটি আদালত অবমাননার শামিল।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর