নিজস্ব প্রতিবেদক, কালের কন্ঠস্বর
ময়মনসিংহ শহরের সানকিপাড়া রেলক্রসিং বাজারে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেল কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ ও রেলওয়ে পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (উপসচিব) নাসির উদ্দিন মাহমুদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর ধরে এই এলাকায় সিটি করপোরেশনের লিজ নিয়ে গড়ে উঠেছিল শতাধিক দোকান। হঠাৎ করে উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী দিশেহারা হয়ে পড়েন। অনেকেই তাদের দোকানের মালামাল সরিয়ে নিতে পারেননি, ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ভাঙারি ব্যবসায়ী মামুন মিয়া ও ডিম ব্যবসায়ী মাহবুবুর রহমান কালের কন্ঠস্বরকে বলেন, "বছরের পর বছর ধরে সিটি করপোরেশনের কাছ থেকে লিজ নিয়ে খাজনা দিচ্ছিলাম। এখন হঠাৎ করে আমাদের সব কিছু গুঁড়িয়ে দিল।"
স্থানীয়দের ভাষ্যমতে, এটি শহরের দ্বিতীয় বৃহত্তম কাঁচা বাজার। শত শত পরিবারের জীবিকা এই বাজারের ওপর নির্ভরশীল। পূর্ব ঘোষণা ছাড়া এমন অভিযানে ক্ষতিগ্রস্তরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
রেল কর্তৃপক্ষ জানায়, রেলের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে কিছু প্রভাবশালী ব্যক্তি সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে লিজ নিয়ে অর্থ আদায় করছিলেন। এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে এসব জায়গা পুনঃলিজ দেওয়া হবে কি না, তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, ক্ষতিগ্রস্তদের জন্য কোনো পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা না থাকায় সামাজিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
ফজর | ০৩:৪৮ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:১৮ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৪০ সন্ধ্যা |
এশা | ০৮:০৫ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |