কালের কন্ঠস্বর || নেত্রকোনা, ৭ মে ২০২৫
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৭ মে) সকালে ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করে।
ভুক্তভোগী ছাত্রীর পরিবারের দাবি, গত সোমবার (৬ মে) রাতে বিদ্যালয়ে প্রাইভেট পড়ানোর সময় শিক্ষক সাইফুল ইসলাম ওই ছাত্রীকে একান্তে ডেকে নিয়ে কৌশলে একটি কক্ষে নিয়ে যান এবং সেখানে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে মেয়েটি কান্নাকাটি করে বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
পরদিন সকালে ছাত্রীর পরিবার কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করে।
অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। আমার ও ছাত্রীর পরিবারের মধ্যে পূর্ব থেকে কিছু বিরোধ রয়েছে। তারই জের ধরে তারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।”
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইউম বলেন, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল আজম বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ফজর | ০৩:৪৮ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:১৮ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৪০ সন্ধ্যা |
এশা | ০৮:০৫ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |