ইসলামে জুমার নামাজের গুরুত্ব অপরিসীম। এটি সপ্তাহে একবার নির্ধারিত একটি বিশেষ ইবাদত, যা মুসলিম সমাজের একতা, ঐক্য এবং সামাজিক সংহতি প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম।
তিনি যেসব কাজ করতেন-যা আহার বা পানীয় রূপে গ্রহণ করতেন তাই আল্লাহতায়ালা সুন্নাত করে দিয়েছেন। আল্লাহর আদেশ মতে, যে রাসুল (সা.)-এর আদর্শকে জীবনে বাস্তবায়িত করতে পারবে সেই হবে দুনিয়া ও আখিরাতে সফলকাম।