|
ad728
ad728

৫ আগস্টের পর সেনানিবাসে আশ্রয়: তালিকায় ময়মনসিংহের সাবেক মেয়র ইকরামুল হক টিটুর নাম

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 23-05-2025 ইং
  • 1309 বার পঠিত
৫ আগস্টের পর সেনানিবাসে আশ্রয়: তালিকায় ময়মনসিংহের সাবেক মেয়র ইকরামুল হক টিটুর নাম
ছবির ক্যাপশন: ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটু

নিজস্ব প্রতিবেদক, কালের কণ্ঠস্বর || প্রকাশিত: ২৩ মে ২০২৫
৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জন ব্যক্তির তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ তালিকায় ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা ইকরামুল হক টিটুর নামও রয়েছে, যা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

আইএসপিআর-এর বিবৃতি অনুযায়ী, তৎকালীন সরকার পতনের পর সারাদেশে ছড়িয়ে পড়া সহিংসতা, অগ্নিসংযোগ, মব জাস্টিস ও রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় অনেকের জীবন হুমকির মুখে পড়ে। এই পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিরা নিরাপত্তার জন্য সেনানিবাসে আশ্রয় নেন।

তালিকায় থাকা ২৪ জন রাজনৈতিক ব্যক্তির একজন হিসেবে সাবেক মেয়র টিটু ছিলেন ময়মনসিংহে আওয়ামী লীগের অন্যতম মুখ্য নেতা। তার নাম প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, এটি তাঁর জীবনের নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি ‘মানবিক আশ্রয়’, আবার কেউ বলছেন, এটি সেই সময়কার রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি।

আইএসপিআর-এর ভাষ্য, “পরিস্থিতির আকস্মিকতায় পরিচয় যাচাইয়ের চাইতে জীবন রক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়। এ আশ্রয় ছিল সম্পূর্ণ মানবিক বিবেচনায়, সাময়িক সময়ের জন্য।” সংস্থাটি আরও জানিয়েছে, আশ্রয়প্রাপ্তদের বেশিরভাগই এক-দুই দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন।

এদিকে, ময়মনসিংহে ইকরামুল হক টিটুর ঘনিষ্ঠ মহল থেকেও তার সেনানিবাসে আশ্রয় নেওয়ার খবরের সত্যতা স্বীকার করা হলেও এ বিষয়ে তার নিজস্ব কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। কালের কণ্ঠস্বর তার বক্তব্য নেওয়ার চেষ্টা করছে।

বিশ্লেষকদের মতে, এ তালিকা একদিকে যেমন সেই সময়ের অস্থিরতার ভয়াবহতা তুলে ধরছে, অন্যদিকে স্থানীয় রাজনীতিতেও এটি নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর