কালের কন্ঠস্বর ডেস্ক
ওয়াশিংটন ডিসির শহরতলীতে ভয়াবহ এক বন্দুক হামলায় নিহত হয়েছেন ইসরায়েলি দূতাবাসের দুই তরুণ কর্মী। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার পথে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। নিহতদের একজন পুরুষ ও একজন নারী ছিলেন, যাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং অল্প কিছুদিনের মধ্যেই বিয়ের পরিকল্পনা ছিল বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার।
রাষ্ট্রদূত জানান, “ছেলেটি সম্প্রতি একটি আংটি কিনেছিল এবং আগামী সপ্তাহে জেরুজালেমে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ছিল।” তিনি তাদের "অপূর্ব যুগল" হিসেবে বর্ণনা করেন।
হামলার পরপরই পুলিশ এলিয়াস রদ্রিগেজ নামে ৩০ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে। জানা গেছে, তিনি ঘটনার আগে জাদুঘরের বাইরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এবং গ্রেপ্তারের সময় 'ফ্রি প্যালেস্টাইন' স্লোগান দেন। পুলিশের তথ্যমতে, তিনি হ্যান্ডগান ব্যবহার করে ওই দুজনকে খুব কাছ থেকে গুলি করেন।
ওয়াশিংটন পুলিশের প্রধান পামেলা স্মিথ এবং এফবিআই-এর ওয়াশিংটন ফিল্ড অফিসের সহকারী পরিচালক স্টিভ জেনসেন জানান, তদন্তে এখন ঘৃণাভিত্তিক অপরাধ (হেইট ক্রাইম) এবং সন্ত্রাসবাদের সম্ভাব্য সংযোগ খতিয়ে দেখা হচ্ছে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নয়েম আশ্বাস দিয়েছেন, “অপরাধীকে বিচারের আওতায় আনা হবে।” অপরদিকে, জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এ ঘটনাকে “ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদ” হিসেবে আখ্যা দিয়েছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, “এই ভয়াবহ হত্যাকাণ্ড, যা স্পষ্টতই ইহুদি-বিদ্বেষের বহিঃপ্রকাশ, তা অবিলম্বে বন্ধ করতে হবে। ঘৃণা ও মৌলবাদের কোনো স্থান নেই।”
ইসরায়েলের প্রেসিডেন্ট ইসহাক হার্জগ বলেন, “এই হামলা একটি ঘৃণ্য ও ইহুদি-বিরোধী সন্ত্রাসী কাজ।” তিনি আরও জানান, আমেরিকা ও ইসরায়েল একসঙ্গে ঘৃণা ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে।
ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন জানান, “স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে যে তারা দোষীকে বিচারের মুখোমুখি করবে এবং ইসরায়েলের প্রতিনিধি ও ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে।”
বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে ইসরায়েলি কূটনৈতিকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে।
ফজর | ০৩:৪৮ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:১৮ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৪০ সন্ধ্যা |
এশা | ০৮:০৫ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |