আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত এক এজাহারনামীয় আসামী মোঃ আব্দুল্লাহ আল ওমর ফারুক (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১২ মে) রাত ৯টা ৪৫ মিনিটে জামালপুর জেলার মেলান্দহ থানাধীন গোবিন্দগঞ্জ বাজার এলাকায় সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর ক্যাম্প এবং সিপিএসসি, র্যাব-৩, শাহজাহানপুর, ঢাকা’র একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, বাদী মোঃ আজিজুল হক (৪৩) এর দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে জানা যায়, ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ঢাকার বনশ্রী এলাকায় বাদীর ভাইকে লাওসে স্বর্ণের খনিতে চাকরির প্রলোভন দেখিয়ে ৫ লক্ষ টাকা নেয় আসামি ফারুক। এরপর ভিকটিমকে লাওসে পাচার করে সেখানকার একটি মানবপাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। তাকে দাসত্বমূলক শ্রমে বাধ্য করা হয় এবং নানা ধরনের নিপীড়নের শিকার হতে হয়। পরবর্তীতে ভিকটিমকে ফেরত দেওয়ার কথা বলে আবারও অর্থ দাবি করা হয় এবং বিষয়টি জানাজানি হলে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এই ঘটনায় বাদী ২৬ মার্চ ২০২৫ তারিখে ঢাকার রামপুরা থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৭/৮/৯/১০/১১/১২ ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-৩৯)। মামলাটি তদন্তের দায়িত্ব নেয় র্যাব-৩।
পরবর্তীতে র্যাব-১৪ ও র্যাব-৩ এর যৌথ উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মূল অভিযুক্ত ফারুককে গ্রেফতার করা হয়। তাকে রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব জানায়, মানবপাচার চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
ফজর | ০৩:৪৮ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:১৮ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৪০ সন্ধ্যা |
এশা | ০৮:০৫ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |