|
ad728
ad728

টাঙ্গাইলের সখিপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 25-03-2025 ইং
  • 52000 বার পঠিত
টাঙ্গাইলের সখিপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত চিকিৎসক মঞ্জুরুল ইসলাম মজনু (৫১), যিনি উপজেলার মহানন্দপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাজারে মাহমুদা ফার্মেসির মালিক, গত রোববার এক গৃহবধূকে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা দিতে গিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

ভুক্তভোগী গৃহবধূ (৪২) শারীরিকভাবে অসুস্থ বোধ করলে চিকিৎসা নিতে মঞ্জু’র ফার্মেসিতে যান। অভিযোগে জানা যায়, চিকিৎসক ওই নারীকে দোকানে বসিয়ে রেখে তারাবি নামাজের সময় দোকানের শাটার নামিয়ে দেন। পরে স্যালাইন পুশ করার কথা বলে মুখ চেপে ধরে ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

ঘটনার পর অভিযুক্ত চিকিৎসক ভুক্তভোগীকে নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন। অসুস্থ হয়ে পড়লে ওই নারী তার পরিবারকে ঘটনার বিষয়ে জানালে, তিনি মামলা দায়ের করেন। গত সোমবার রাতে সখিপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা রুজু করা হয়।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অপরদিকে, অভিযুক্ত চিকিৎসকের পরিবার দাবি করেছে, তাদের বিরুদ্ধে চক্রান্ত করে এই ঘটনা সাজানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার দাবি করেছেন। ভুক্তভোগী নারী বলেছেন, "এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।"
এ ধরনের অপরাধের দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার আশা করছেন স্থানীয় জনগণ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর